বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2017-08-17
বুধবার এক বিবৃতিতে ব্র্যাক জানিয়েছে,প্রতিটি উপজেলার জন্য ইতোমধ্যে ৫০ হাজার টাকা করে আপৎকালীন বরাদ্দ রাখা হয়েছে। সেই বরাদ্দ থেকে বন্যা উপদ্রুত ঠাকুরগাঁও জেলার ২২ হাজার ৫০০ জন এবং পঞ্চগড়ের দেবীগঞ্জের ৩ হাজার ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এছাড়া যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলার রাস্তার পাশে ১০০ টয়লেট,২৫টি টিউবওয়েল এবং তার পাশে নারীদের স্নানাগারও নির্মাণ করেছে সংস্থাটি।
নদীর উপকূলবর্তী স্থানের অসহায় নারী ও শিশুদের নিরাপদ স্থানে সরে যাওয়া,বিশুদ্ধ খাবার সরবরাহ ও সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়,“সরকারের সাথে সমন্বয় করে আমরা ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছি। দিনাজপুর,নওগাঁ, নীলফামারী,ঠাকুরগাঁও,পঞ্চগড়,লালমনিরহাট,যশোর ও কুড়িগ্রামের ২০ হাজারের বেশি মানুষ ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচীর আওতায় এসেছেন।”
পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে বলে ব্র্যাক জানিয়েছে।