ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডেভিড বিজলে আজ শনিবার (৩০ সেপ্টেম্বর, ২০১৭) রাজধানীর এক হোটেলে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তাঁরা কক্সবাজারে চলমান মানবিক বিপর্যয় নিয়ে মত বিনিময় করেন। মানবিক উন্নয়নে দীর্ঘকাল কর্মরত এই দুই সংস্থা, চলমান এই বিপর্যয় মোকাবেলার জন্য যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়।