রাজশাহীতে বন্যায় ঘরবাড়ি, ফসল, মাছ ও গৃহপালিত পশুর ব্যাপক ক্ষতির কারণে চাষিরা দিশেহারা। মোহনপুর উপজেলার শিবনদীর একটি পয়েন্টে এবং বাগমারা উপজেলায় ফকিরনি নদীর দুটি পয়েন্টে বাঁধ ভেঙে পানিতে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। পবা উপজেলার বারনই নদীর পানি বাঁধ উপচে বানের পানি ঢুকে পড়ে তানোর উপজেলার নীচু এলাকায়, পুঠিয়ার শিলমাড়িয়াসহ পবার বিভিন্ন এলাকায়। পদ্মায় পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে পবার হরিয়ান ইউনিয়নের চরখিদিরপুর ও বাঘার চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চল। দেড়লাখ কৃষকের ক্ষতির পরিমাণ টাকার অংকে প্রায় ৪শ’ কোটি। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেব দুলাল ঢালি জানান, বানের পানিতে তলিয়ে গেছে ১৬ হাজার ৪৩৮ হেক্টর ফসলি জমি। এতে পুরোপুরি নষ্ট হবার পথে ১২ হাজার ২৭৯ হেক্টর আউশ, ২ হাজার ৪৭১ হেক্টর আমন, ৫৬০ হেক্টর সবজি, ১৯৮ হেক্টর পান, ১৮০ হেক্টর মরিচ এবং ৬৯ হেক্টর পেঁপে খেত। জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা জানান, বন্যায় ভেসে গেছে ৪৪৯ জন চাষির ৬২৩টি বাণিজ্যিক মাছের খামার, এতে ভেসে গেছে আনুমানিক ৯৪ মেট্রিক টন মাছ। জেলা প্রানি সম্পদ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, দুর্গত এলাকায় রয়েছে ৫ হাজার ৩৫০টি গরু, ১২ হাজার ছাগল, ২শ ভেড়া ও ১৬ হাজার মুরগি। এছাড়াও ভেসে গেছে ১৫টি মুরগির খামার, ৩০টি ডেইরি ফার্ম ও ১৫ একর চারণ ভূমি।