parallax background

বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৫০ টি পরিবারে শুকনো খাবার সহায়তা প্রদান

মনপুরায় জোয়ারে পানিতে ৫ গ্রাম প্লাবিত
August 27, 2017
শাল্লায় অসহায়দের মাঝে ব্রাকের নগদ অর্থ বিতরণ
August 29, 2017

সুনামগঞ্জ সদর উপজেলার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় পরিচালিত নারীদের সংগঠন পল্লী সমাজের উদ্যোগে পানি বন্দি পরিবারের মধ্যে রুটি ও গুড় বিতরণ করা হয়। বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বিশ্বম্ভরপুর নয়াহাটি,পিরোজপুর ও চান্দের গাও এ ৩৫০টি পরিবারে মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে বিতরণ করা হয়। এ সময় ফতেপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য জেসমিন আক্তার, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান ,জেলা ব্যবস্থাপক (সিইপি) মোঃ সাইফুল ইসলাম,এফও(সিইপি) মোঃ আঃ হাই এবং পল্লী সমাজের নেত্রী রাবারবাড়ীএর জাহেদা বেগম, জানি গাও এর খাদেজা ,ওয়েজখালীর তহুরা বেগম ,গুচ্ছ গ্রামের গুলশানা, বৈঠাখালীর সুফিয়া ওনুরজাহান ,টুকের গাও এর সাজেদা বেগম,গৌরারং এর শুক্লা রাণী, কান্দি গাঁও এর রহিমা বেগম,বাগমারা এর জাহানারা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।