মনপুরায় জোয়ারে পানিতে ৫ গ্রাম প্লাবিত

দেড়লাখ কৃষকের স্বপ্ন ভঙ্গ
August 26, 2017
বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৫০ টি পরিবারে শুকনো খাবার সহায়তা প্রদান
August 27, 2017

আমবশ্যার ‘জো’র প্রভাবে মেঘনার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে জোয়ারের পানিতে মনপুরা উপকূলে ৫ গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে ৫ হাজার মানুষ। এদিকে মনপুরা উপজেলা থেকে বিচ্ছিন্ন কলাতলীর চর ও চরনিজামে জোয়ারের পানিতে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ওই সমস্ত এলাকার মানুষ গত দুই দিন ধরে জোয়ারের পানিতে বসবাস করছে বলে জানান স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের ভিডিশন-২ এর উপ সহকারি প্রকৌশলী আবুল কালাম জানান, আমবশ্যার প্রভাবে ও পাহাড়ি ঢলে মেঘনার পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলার কিছু এলাকা ও বিচ্ছিন্ন কলাতলী ও চর নিজাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। জোয়ার বেশি হওয়ার কারনে উপজেলার মূল ভূ-খন্ডে বেড়ীবাঁধের কাজ করা যাচ্ছেনা। তারপরও দ্রুত বেড়ীবাঁধের কাজ চলছে।