আমবশ্যার ‘জো’র প্রভাবে মেঘনার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে জোয়ারের পানিতে মনপুরা উপকূলে ৫ গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে ৫ হাজার মানুষ। এদিকে মনপুরা উপজেলা থেকে বিচ্ছিন্ন কলাতলীর চর ও চরনিজামে জোয়ারের পানিতে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ওই সমস্ত এলাকার মানুষ গত দুই দিন ধরে জোয়ারের পানিতে বসবাস করছে বলে জানান স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের ভিডিশন-২ এর উপ সহকারি প্রকৌশলী আবুল কালাম জানান, আমবশ্যার প্রভাবে ও পাহাড়ি ঢলে মেঘনার পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলার কিছু এলাকা ও বিচ্ছিন্ন কলাতলী ও চর নিজাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। জোয়ার বেশি হওয়ার কারনে উপজেলার মূল ভূ-খন্ডে বেড়ীবাঁধের কাজ করা যাচ্ছেনা। তারপরও দ্রুত বেড়ীবাঁধের কাজ চলছে।