The scale of the humanitarian crisis we are facing surrounding displaced people from Myanmar in Bangladeshi camps is not possible to understand until you actually get inside the shelters. This video takes you inside, through our eyes. We are seeing 7,000 people per day through our mobile health camps, welcoming 1,500 children per day into our child friendly spaces and building 15,000 latrines.
মানবিক বিপর্যয়ের মাত্রা কত ভয়াবহ হতে পারে তা বোঝা যাবে যখন আপনি নিজে অস্থায়ী ক্যাম্পগুলোতে উপস্থিত হবেন। এই ভিডিওটি আপনাকে ক্যাম্পের ভিতরের অবস্থা কিছুটা হলেও অনুধাবন করতে সহায়তা করবে। আমাদের অস্থায়ী স্বাস্থ্যক্যাম্প এ প্রতিদিন ৭০০০ মানুষ আসছে চিকিৎসা সেবা নিতে, আমাদের শিশুবান্ধব কেন্দ্রগুলোতে প্রতিদিন ১৫০০ শিশু আসছে এবং আমরা ১৫০০০ ল্যাট্রিন স্থাপনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি সেই পথে অনেক দূর এগিয়েছি।